একাডেমীর ফি সংক্রান্ত একটি সারণি (Fees Structure) প্রসপেক্টাসের সঙ্গেই দেওয়া আছে। ফর্মের মূল্য ৫০ টাকা।
ভর্তির সময় ভর্তি ফি সহ সেই মাসের হোস্টেল ফীজ জমা করতে হবে।
।
- প্রত্যেক মাসের ফি সেই মাসের প্রথম সপ্তাহের মধ্যে অবশ্যই জমা করতে হবে। প্রয়োজনে এ বিষয়ে অভিভাবক/অভিভাবিকাকে ফোনে এ্যাকাডেমীর অফিস থেকে ম্যাসেজ অথবা সরাসরি ফোন করে অবগত করা হবে। মাসিক ফি সেই মাসের প্রথম সপ্তাহের মধ্যে জমা না করলে প্রতিদিন ২৫ টাকা করে অতিরিক্ত ফাইন দিতে হবে।
- ভর্তি ফি বা জমা করা কোনও অর্থ জামা দেওয়ার পর তা আর ফেরত দেওয়া হয় না।
- প্রতি বছর নতুন সেশন শুরুর সময় নির্ধারিত Re-admission Fee জমা দিতে হবে।
- প্রতি সেশন জানুয়রি থেকে ডিসেম্বর অর্থাৎ ১২ মাসের ফি প্রদান করতে হবে।
- স্টুডেন্টস্ আইকার্ড/ ভিজিটর কার্ড/ স্টুডেন্টস ডাইরী বাবদ নির্দিষ্ট অর্থ জমা করে এই সামগ্রী সমূহ অফিস থেকে সংগ্রহ করতে হবে।